প্রকাশিত: Tue, Aug 15, 2023 8:52 PM
আপডেট: Mon, Jan 26, 2026 5:50 AM

[১]সাঈদীকে চাঁদে দেখার কথা বলে ২১ জনকে হত্যা করা হয়েছিল: শামীম ওসমান

মোশতাক আহমেদ শাওন: [২] এ মন্তব্য করে  নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান বলেন, যারা দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে ইসলামকে ব্যবহার করে মানুষকে হত্যা করে তাদের কাছে এর চেয়ে বেশি ভালো কিছু আশা করা যায় না।

[৩] যারা ’৭১ সনে আমাদের ৩০ লাখ মানুষের রক্ত নেয়ার জন্য পাকবাহিনীকে সাহায্য করেছিল তাদের এদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। 

[৪] দুই লাখ মা-বোনের সম্ভ্রম লুন্ঠনকারী ও খুনীরা কেনো কথা বলবে? তাই সবার উদ্দেশ্যে বলি এবার ঘুমিয়ে থাকবেন না জেগে উঠুন দেশকে বাঁচাতে হবে। মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৫] এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ন সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুর উদ্দিন মিয়া প্রমুখ।

[৬] নারায়ণগঞ্জ -৪ আসনের এমপি বলেন, শোকের দিনে একটা কথা বলতে চাই ৭৫ এর ১৫ই আগস্টে একসঙ্গে ২৬ জনকে হত্যা করা হয়েছে। আল্লাহ তায়ালার অশেষ রহমত যে দুই বোন (শেখ হাসিনা ও শেখ রেহানা) সেদিন জার্মানিতে ছিলেন। সেদিন সমস্ত স্বপ্ন ধ্বংস করে দেয়া হয়েছিল, আমরা স্বপ্ন দেখা ভুলে গিয়েছিলাম। আল্লাহ তায়ালার হুকুমে শেখ হাসিনা থাকাতে বাংলাদেশের মানুষ আবার স্বপ্ন দেখছে এবং স্বপ্ন বাস্তবায়ন করছে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া